অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি: মৌসুমী হামিদ

নায়িকা নয়, নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন লাক্সতারকা মৌসুমী হামিদ। শৈল্পিক গুণ আর নান্দনিক অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন এক দশক ধরে। নেই কোন অহংকার, কোন উচ্চাভিলাষী, কাজ করে যাচ্ছেন আপন মনে।

সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয়ে মৌসুমী হামিদ কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এসময় তিনি জানিয়েছেন ভিউ বাণিজ্যের এই সময়েও বেছে বেছে কাজ করাটা তার জন্য কতখানি চ্যালেঞ্জিং, সেই কথা।

অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি: মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ বলেন, আমি ছোটবেলা থেকেই অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি। আমি যুদ্ধটা করতে জানি। আমি চাইলেই অনেক কাজ করতে পারতাম। কিন্তু তা না করে ভালো কাজের অপেক্ষায় থাকি। ভিউ বাণিজ্য আসার পর থেকে এই যু.দ্ধটা আরও বেড়ে গেছে।

তিনি বলেন, শুধু আমি একা নই, অনেকেই এই যুদ্ধে লড়ছেন। এমন নয় যে আমি কখনো ভেঙে পড়িনি। তবে আমি জানি কীভাবে টিকে থাকতে হয়।

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, নিজেকে একজন অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আরও অভিনয় শিখতে চাই। আমার অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। গ্রাম থেকে এসে নিজের পরিচয় বানিয়েছি। যেভাবে এই পর্যন্ত এসেছি, সেভাবে থাকতে পারলেই মনে হয় নিজেকে প্রমাণ করতে পারব।

172 thoughts on “অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছি: মৌসুমী হামিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *