অন্তর্জালে ঝড় তুলেছেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। এবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, পিঠখোলা নীল গাউনে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, কানে লম্বা দুলের সঙ্গে খোলা চুলে আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরেছেন নায়িকা। তাতেই ‘নেশা’ লেগেছে নেটিজেনদের মনে।

জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।

অন্তর্জালে ঝড় তুলেছেন জয়া আহসান

দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *