অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’তে সেলিম, চুক্তি সই
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তিনি সরকারি অনুদানে ‘লাল শাড়ি’সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এই মধ্যে সিনেমাটির শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক অপু বিশ্বাস ও নির্মাতা বন্ধন বিশ্বাস। তার মধ্যে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস ও নির্মাতা বন্ধন বিশ্বাস।
অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প।
সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।’
নির্মাতা বন্ধন বিশ্বাস জানিয়েছেন, ‘লাল শাড়ি’র শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে এরই মধ্যে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুটিং শুরু হবে। এর আগে আগামী মাসে চূড়ান্ত করা হবে সিনেমাটির অভিনয়শিল্পী ও শুটিং লোকেশন।
বন্ধন বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাস প্রযোজনার পাশাপাশি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন। আপাতত সেলিম ভাইকে চূড়ান্ত করা হয়েছে। ধীরে ধীরে অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তাদেরও চূড়ান্ত করা হবে।