অপ্রতিরোধ্য শ্রাবন্তি, থামতে রাজি নন
টালিউডের জনপ্রিয় অভেনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নিজের সৌন্দর্য, মিষ্টি হাসি এবং সাবলীল অভিনয় দিয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। একের পর এক বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি পাহাড়ের চূড়ায় ওয়েস্টার্ন বোল্ড পোশাকে ধরা দিয়েছেন এ অভিনেত্রী। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে ফটোশ্যুট করে সেই ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে।
এ ছবিগুলোতে শ্রাবন্তীর পরনে রয়েছে থাইস্লটি ফ্লোরাল প্রিন্টেড একটি গাউন। কানে ম্যাচিং ফ্লোরাল ডিজাইনের দুল এবং পায়ে সাদা রঙের হাইহিল গামবুটের ফাঁকে যেন উঁকি দিচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য। ঠিক যেন পাহাড়ের গায়ে একটা অলস সূর্যের মতো একটি গ্লাস-উইন্ডোতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী।
ইনস্টাগ্রামে ছবির দেওয়ার পাশাপাশি অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমি অপ্রতিরোধ্য’। এর অর্থ ‘আমি থামতে রাজি নই’। ছবির পাশাপাশি অভিনেত্রীর অনবদ্য এবং মানানসই এ ক্যাপশনও বেশ নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
এই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন, আপনি সত্যিই অপ্রতিরোধ্য। সবদিক সামলে আপনি সেই আগের মতোই রয়েছেন।
আরও এক অনুরাগী লিখেছেন- তোমার পোশাকটা আমার ভীষণ ভালো লেগেছে। কেউ কেউ আবার ছুড়ে দিয়েছেন নানা নেতিবাচক মন্তব্যও।