আইটেম গানের পার্টি লুকে পূজা
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নতুন ওয়েব ফিল্ম “পরি”র কথা প্রায় সবার জানা। থাইল্যান্ডে এই শুটিংয়ের ছবি নিয়ে জোভানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটেছিল। এছাড়া এ নিয়ে নেহাত কম জল ঘোলা হয়নি। তবে সব কিছু পেরিয়ে কিছুদিন আগেই ওয়েব ফিল্মটির খবর প্রকাশ পায়।
এবার জানা গেলো এর আইটেম গানে পার্টি লুকে দেখা যাবে পূজাকে। আর সেই চমক এরইমধ্যে প্রকাশ হয়েছে।
“এক দুই তিন” শিরোনামে গানটি ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারার্স পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
“পরি” ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চান দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। এমনই গল্পে নির্মিত হয়েছে পরি।
মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েব ফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু ও সিনথিয়াসহ আরও অনেকে।