আকাশ-সমুদ্র আর মিমের মিতালি

সমুদ্রের জলে পা ভিজিয়ে নোনা জলের কাব্য লিখলেন বিদ্যা সিনহা মিম। বালুপথ জুড়ে অঙ্কিত করলেন আলতো পায়ের ছাপ। দূরে হেলে পড়া নীল আকাশে ভেসে উঠছিল তার হাসিমাখা মুখের স্বচ্ছ প্রতিচ্ছবি। আকাশ-সমুদ্র আর মিমের এই মিতালি ক্যামেরাবন্দি করেছেন তার স্বামী সোনি পোদ্দার। তা সামাজিক মাধ্যমের কল্যাণে দেখেছেন নেটিজেনরা।

বছরটা বিদ্যা সিনহা মিমের জন্য পয়া বলা যায়। তার মুক্তি পাওয়া পরাণ ও দামাল সিনেমার মাধ্যমে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হিসাব অনুযায়ী তিনি ছিলেন চলতি বছরের শীর্ষ নায়িকা!

সমুদ্রের বিশালতায় ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে কাটানো মুহূর্তগুলো উপভোগ করছেন মিম। তীরে লিখেছেন স্বামীর নাম। বালুর উপর ফুটিয়ে তুলেছেন ‘সোনি’ নামটি। রিল ভিডিওর মাধ্যমে সেটি অনুরাগীদের দেখিয়েছেন নায়িকা।

ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’

ছয় বছর ধরে লুকিয়ে প্রেম করেছিলেন মিম ও সনি পোদ্দার। গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিনে তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *