‘আগুন’-এর শুটিং নিয়ে পরিচালকের লুকোচুরি
ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরমধ্যে একটি হলো ‘আগুন’। ২০১৯ সালে শুরু হলেও সিনেমাটির কাজ এক সময় থেমে যায়। মাঝে দুই বছর কেটে গেলেও ‘আগুন’ আর জ্বলে ওঠেনি।
দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন ‘আগুন’ আর জ্বলবে না। ঠিক তখন জানা গেল ‘আগুন’-এর শুটিং শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছে শাকিব। গাজীপুরের একটি রিসোর্টে ছবিটির শেষ পর্যায়ের দৃশ্য ধারণের কাজ চলছে। কিং খানের বিপরীতে শুটিংয়ে অংশ নিয়েছেন জাহারা মিতু।
এদিকে ছবিটির শুটিং সম্পর্কিত কোনো তথ্য দিতে নারাজ পরিচালক বদিউল আলম খোকন। তিনি রীতিমতো লুকোচুরি খেললেন। ‘আগুন’-এর শুটিং শুরু হয়েছে কি না জানতে চাইলে ঝেড়ে কেটে না করে খোকন বলেন, “কই না তো! আজ ‘আগুন’-এর শুটিং শুরু হয়নি। এই মুহূর্তে ছবিটির লোকেশন খুঁজছি। এ মাসের শেষ দিকে শুরু হবে ‘আগুন’-এর শুটিং।”
তবে সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ‘আগুন’-এর শুটিং। ছয় দিন টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করা হবে ছবিটির কাজ। আগামী বছরের শুরুর দিকে কোনো একটি দিন বেছে নেওয়া হবে ছবিটির মুক্তির জন্য।
২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট।
ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।