আড়াল থেকে ফিরে সুখবর দিলেন পিয়া বিপাশা

বছর দুয়েক ধরে শোবিজে দেখা যাচ্ছিল না পিয়া বিপাশাকে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন সুদর্শনা এ অভিনেত্রী। ২০২০ সালের আগস্টে দেশে এসে একটি শর্টফিল্মে কাজ করেছিলেন। এরপর আর কোনো কাজে দেখা যায়নি তাকে।

অবশেষে আড়াল ভেঙেছেন পিয়া বিপাশা। সামনে এসে দিলেন সুখবর। জানিয়েছেন, মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসবে এই সুন্দরী প্রতিযোগিতার আসর।

এতে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে ইতোমধ্যে পিয়ার অংশগ্রণের বিষয়টি প্রকাশিত হয়েছে। জানা গেছে, এবারের আসরে বিশ্বের ৩০টি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন।

এদিকে সুখবরটি জানানোর জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন পিয়া বিপাশা। সেখানে অভিনেত্রী বলেন, ‘ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে।

তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তারাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকরা।’

বাংলাদেশ ছাড়াও এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যুক্তরাজ্য, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু ইত্যাদি দেশের বিবাহিত নারীরা।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মিসেস ওয়ার্ল্ড-এ অংশ নেয় প্রতিযোগী। তার নাম মুনজারিন মাহবুব অবণী। প্রায় তিন বছর পর পিয়া বিপাশা দ্বিতীয় প্রতিনিধি হিসেবে লড়তে যাচ্ছেন।

উল্লেখ্য, খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে একটি কন্যা সন্তানের মা-ও হন তিনি। তবে সংসারটি টেকেনি। এরপর নিজেকে সামলে ঘুরে দাঁড়ান। শোবিজে অবস্থান তৈরি করেন।

২০১৯ সালের ২১ জুলাই দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন পিয়া। এর পরের বছর তারা বিয়ে করেন। বরের নাম ওমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *