আমার কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিল : অপু বিশ্বাস

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। সোমবার (৬ মার্চ) বিকেলে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় তারকাদের অনেকেই শোক প্রকাশ করেছেন। কেউ কেউ আবার প্রয়াত নৃত্য পরিচালককে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

আমার কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিল : অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস লিখেছেন, ‘এই মানুষটাকে আমি দাদা বলে ডাকতাম। কলকাতায় চিকিৎসাকালীন আমাকে বলেছিল, শিং মাছের তরকারির ঝোল খেতে চাই। আমি যেভাবে পারি, দিয়েছিলাম। খুব মনে পড়ছে দাদা। মা নেই, তুমি নেই—কি বলব জানি না। ওপারে ভালো থেকো।’

প্রসঙ্গত, মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা কাজ করেছেন। ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বার এই সম্মাননা পান।

90 thoughts on “আমার কাছে শিং মাছের ঝোল খেতে চেয়েছিল : অপু বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *