আমি অনেক লাকি, এই সিনেমা আমাকে বাঁচিয়ে রাখবে: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

গত দু’বছর ধরে বড় পর্দায় দেখা নেই নুসরাত ফারিয়ার। তবে ওটিটির জন্য একাধিক কাজ করেছেন। এছাড়া তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে।

জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, সুন্দরবনের জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে নির্মিত সিনেমাটি। এটি মূলত গল্পপ্রধান সিনেমা। এখানে প্রতিটি চরিত্রই গুরুত্ব বহন করে। সবাই বলা যায় হিরো।

এতে আসলে গ্ল্যামার দেখানোর জায়গা নেই। হিরোর ‘লাভার অফ লাইফ’ নেই। ৩ বছর সময় লেগেছে সিনেমাটি করতে। সব মিলিয়ে ভালো একটি সিনেমা দর্শকরা দেখতে পাবেন।

সিয়ামের সঙ্গে প্রথমবার সিনেমায় অভিনয় করা নিয়ে এই নায়িকা বলেন, আমরা একসঙ্গে হোস্টিং শুরু করেছিলাম। তাও মনে হয় সাত বছর আগে হবে।

প্রথমবার সিনেমা নিয়ে এত বছর পর একসঙ্গে। আসলে, প্রথমবার সবকিছুর মজাটাই অন্যরকম থাকে। সিয়াম অনেক ভালো করেছে। অন্য সবাইও তাদের সেরা চেষ্টাটা করেছে।

অপারেশন সুন্দরবনের পর আর কী কী দেশীয় সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে? নুসরাত বলেন, সেপ্টেম্বর মাসজুড়ে তো ‘অপারেশন সুন্দরবন’ প্রমোশন হবে। আগস্ট তো শোকের মাস, প্রমোশন বাদ দিতে হচ্ছে।

এরপর নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ তো রয়েছেই। এই দুইটা মুক্তি পেলেই হাঁফ ছেড়ে বাঁচি। আর পারভেজ আমিনের ওয়েব ফিল্ম ‘পর্দার আড়ালে’ করলাম। শ্যাম বেনেগালের ‘মুজিব’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘মুজিব’ সিনেমার ট্রেলার নিয়ে সমালোচনা হয়েছে। এতে আপনি বর্তমান দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন?

নুসরাত ফারিয়া বলেন, আসলে প্রত্যেক ডিরেক্টর তার নিজের মতো করে গল্প বলেন। সেভাবে সিনেমা বানান। শ্যাম বেনেগালেরও নিজস্ব গল্পের গাঁথুনি রয়েছে। তিনি প্রতিটি বিষয় নিয়ে অনেক বেশি কেয়ারফুল ও সেনসেটিভ।

২ মিনিটের ট্রেলার দেখে তো আর সবকিছু বিচার করা যায় না! দর্শক তো হলে গিয়ে দেখবে জাতির পিতার না বলা অনেক কথা। তখন কিন্তু তাদের ধারণা চেঞ্জ হবেই।

আমি বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি নিয়ে আমি খুবই আবেগপ্রবণ। এর মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে গেছি।

সারা বছর যদি আমি কোনো কাজ নাও করি, তবুও এই সিনেমা আমাকে বাঁচিয়ে রাখবে। আর কোনো কাজে আমাকে চিনুক না চিনুক- আমি খুবই লাকি। শেখ হাসিনা চরিত্রটি সর্বপ্রথম আমিই করেছি।

24 thoughts on “আমি অনেক লাকি, এই সিনেমা আমাকে বাঁচিয়ে রাখবে: নুসরাত ফারিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *