‘আমি আরও শিখতে চাই’
তরুণ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হচ্ছেন এই তরুণ অভিনেত্রী। এবারের ঈদে নিজের ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে অভিনয় করেছেন মাহি। তার অভিনীত নাটকগুলো ‘শি ইজ কিং’ ও ‘গ্যাং স্টারের বিয়ে’, ‘মানুষ টোকাই’ ও ‘সাইড কারেক্টার’, ‘লগ ইন লগ আউট’, ‘আমি বিয়ে করতে চাই’, ‘বউ’, ‘ক্লান্তি’, ‘চিরকুমার সংঘ’ এবং ‘আতঙ্ক’।
ঈদের নাটকগুলোতে কেমন সাড়া পেলেন? এমন প্রশ্নে মাহি বলেন, ‘এবার প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা ছিল। যে কয়টি নাটক প্রকাশ হয়েছে তার থেকে ভালো সাড়া পেয়েছি। একজন অভিনয়শিল্পীকে দর্শক ছাড়া কেউ মূল্যায়ন করতে পারে না। কাজের স্বীকৃতি ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।
জনপ্রিয়তা ব্যক্তিজীবনে কোনো প্রভাব পড়েনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘ক্যামেরার সামনে থেকে সরে গেলেই নিজেকে সাধারণ মেয়ে মনে করি।’

এবার ঈদের দিন ঢাকায় কাটালেও পর দিন সিলেটে তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলেন। ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সামিরা খান মাহি জানান, অভিনয় নিয়েই তার সব পরিকল্পনা। ভবিষ্যতে অভিনয়টা আরও শিখতে চান। মাহি বলেন, ‘ইচ্ছা আছে অভিনয়ের ওপর পড়াশোনা করার। ২০১৯ সালে লন্ডনের মেট ফিল্ম স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিলাম, এক্সেপ্টেন্স লেটারও এসেছিল। কিন্ত ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি। ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করেছি ইচ্ছাটা পূরণ করার।’
আগামী মাসের শুরুর দিকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।