আমি এখন কাউকে বিশ্বাস করি না: শ্রাবন্তী

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে রয়েছেন। সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী। তারপর পদ্মা সেতুসহ বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। যদিও সেভাবে মিডিয়ার সামনে দেখা যায়নি তাকে।

তবে ঘরোয়া এক আড্ডায় মেতেছিলেন শ্রাবন্তী। এ সময় তার অভিনয় ও নানা বিষয় উঠে এসেছেন। শ্রাবন্তী ভক্তদের অনেক দিনের চাওয়া আবার পর্দায় ফিরে আসুক তাদের প্রিয় অভিনেত্রী। ভক্তদের এই চাওয়ার কথা জানানো হয় তাকে। প্রশ্ন করা হয় আবার কখনো নাটক-সিনেমায় ফিরবেন কিনা? জবাবে শ্রাবন্তী বলেন, ‘মনে হয় না। কারণ এখন বাচ্চাদের নিয়ে আমেরিকায় বসবাস করছি। ওখানে বাচ্চাদের রেখে কাজ করা সম্ভব নয়। বাচ্চা রেখে শুটিং করা আমার পক্ষে অসম্ভব।’

বাচ্চা থাকার পরও বলিউডের অনেক অভিনেত্রী অভিনয় চালিয়ে যাচ্ছেন। নিয়ম করে শুটিং করছেন। বলিউডের নায়িকারা পারলে আপনার সমস্যা কোথায়? জবাবে শ্রাবন্তী বলেন, ‘ওরা অস্থির। আমি অতটা অস্থির নই। তা ছাড়া আমাকে এখন অতটা টানে না। শুনেছি, নাটকের পরিবেশ ঠিক আগের মতোও নেই। মনে হয় আগের সেই আন্তরিকতা এখন নেই। এসব কথা অনেকেই বলেন। তাই ভয় লাগে। এটাও সত্যি দিন বদলে যাচ্ছে, মানুষের ভাবনা-চিন্তায় পরিবর্তন আসছে। সুতরাং এই পরিবর্তনটাও স্বাভাবিক। কিন্তু আমাকে কেন যেন টানে না।’

সময়ের আলোচিত সিনেমা ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’। এ দুটো সিনেমায় অভিনয় করেছেন যথাক্রমে শরীফুল রাজ ও অনন্ত জলিল। দেশে ফিরে রাজের ‘পরাণ’ সিনেমা দেখেছেন শ্রাবন্তী। এই দুই নায়কের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অনন্ত জলিল পর্দায় দেখতে সুন্দর। আমাদের অনেক নায়কের চেয়ে পর্দায় তাকে সুন্দর লাগে। কিন্তু তিনি যখন ডায়লগ ডেলিভারি দেন তখন সমস্যাটা হয়। তিনি যদি প্র্যাকটিস করে আসতেন, তাহলেই সুন্দর হতো। মূলত, তার উচ্চারণে সমস্যা। আর শরীফুল রাজের বড় ভক্ত আমি। রাজ শক্ত একজন অভিনেতা।’

‘পরাণ’ সিনেমায় পাগল প্রেমিকের চরিত্রে রাজকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। বাস্তব জীবনে যদি এমন পাগল কোনো প্রেমিক আসে তবে কি তাকে গ্রহণ করবেন শ্রাবন্তী? এমন প্রশ্ন শুনেই হেসে ফেলেন শ্রাবন্তী। হাসতে হাসতে তিনি বলেন, ‘তাহলে আমি তো লাকি! সত্যিকার অর্থে আমি এখন কাউকে বিশ্বাস করি না।’

অভিনয় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে ঘর বাঁধেন শ্রাবন্তী। কিন্তু এ সংসার বেশি দিন টেকেনি। অনেক দিন একা থাকার পর ফের বিয়ে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমকে। এ সংসার আলো করে জন্ম নেয় দুই কন্যা। দ্বিতীয় সংসার ভেঙে গেলেও সিঙ্গেল মাদার হিসেবে মেয়েদের বড় করছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী বর্তমানে বাংলাদেশে রয়েছেন। আরো চার-পাঁচদিন থাকবেন বলে জানিয়েছেন। তারপরই উড়াল দেবেন মার্কিন মুলুকের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *