আমি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের অপেক্ষায় আছি: বুবলী

অভিনেতা মাহফুজের সাথে জুটি বাধলেন সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান ‘মেঘের নৌকা’। অনেকেই বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়াল মাহফুজ-বুবলীর এই গান। মাহফুজ এবং বুবলীও গানটি নিয়ে অনেক কথা বলেছেন।

গানের বিষয়ে বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো।’

তিনি আরও বলেন, ‘যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘মেঘের নৌকা’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর দিয়েছেন ইমরান মাহমুদুল। গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল।

গানটির বিষয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না।‘

এই অভিনেতা আরও বলেন, ‘এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। ’ মাহফুজ বলেন, ‘গানটিতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *