আমি হাজার হাজার মানুষের সামনে ন.গ্ন হতে পারি: রণবীর সিং

বিচিত্র ধরনের পোশাক পরার কারণে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার সম্পূর্ণ নগ্ন হয়ে সবাইকে চমকে দিলেন এই অভিনেতা।

সম্প্রতি নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। যেখানে তাকে সম্পূর্ণ ন.গ্নভাবে ক্যামেরাবন্দি হতে দেখা দিয়েছে। তবে তা নিয়ে কোনো সংকোচ নেই তার।

রণবীরের ভাষায়, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল রণবীর সিংয়ের নগ্ন ছবি। একটি ছবিতে তাকে আধাশোয়া অবস্থায় দেখা গেছে। অন্যটিতে উপুর হয়ে আছেন। যা নিয়ে নেটিজেনদের মাঝে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

পেপার ম্যাগাজিনের সূত্রের খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস।

যদিও এবারই প্রথম নয়, ২০১৭ সালেও রণবীরের এমন কিছু নগ্ন ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছিল। সেই সময় বাথটবে পানিতে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেসময়ের তুলনায় রণবীরের এবারের ছবি অনেক বেশি আর্টিস্টিক ও সাহসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *