আর্জেন্টাইন কোচ স্কালোনির প্রেমে পড়ে যা জানালেন শ্রাবন্তী
ছোট ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে সফলতা অর্জন করেন তিনি। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন সব মাধ্যমেই বিচরণ ছিল তার।
সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়া জগতের সবাই মেতেছেন ফুটবলে। নিজেদের পছন্দের ফুটবল দলকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করছেন বিভিন্ন পোস্ট। ফুটবলপ্রেমী শ্রাবন্তীর পছন্দের দল আর্জেন্টিনা। ইতোমধ্যে দলটি নিশ্চিত করেছে সেমিফানাল। নেদারল্যান্ডসকে হারিয়ে ক্রোয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনা।
এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন তিনি। পরিবার ও কাছের মানুষের সঙ্গেও ছবি পোস্ট করে থাকেন। এবার সোশালে মজা করে আর্জেন্টিনার কোচের উপর ক্রাশ খাওয়ার কথা জানিয়েছেন শ্রাবন্তী।
ফেসবুকে আর্জেন্টাইন কোচ স্কালোনির ছবি দিয়ে তিনি লিখেছেন ‘উফফফফফ…আমার লেটেস্ট ভালোবাসা লিওনেল স্কালোনি।
শ্রাবন্তী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করছেন। সেখানে দুই মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন তিনি।