আর্জেন্টিনার জয়ের পর কেক কাটলেন নায়িকা মাহি

কাতার বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবে আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি এমনটা খবর ছড়িয়েই মরুর দেশে পা রাখে লিওনেল স্কালোনির শিষ্য। মেসির শেষটা সুন্দর করে রাঙাতে গোট দলই নিজদের সেরাটা দিতে প্রস্তুত এমন সময় বড় ধাক্কা আসে গ্রুপ পর্বে সৌদির সাথে হেরে। শঙ্কাও জেগেছিল পরের পর্বে যাওয়া নিয়েই।

কিন্তু যেখানে বাস্তবতার সীমানা শেষ, স্বর্গীয় বাঁ পায়ের জাদুর শুরু হয় সেখান থেকেই। সাবেক বার্সা তারকার জাদুতে এখন পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে জয় পেলেন মেসি এন্ড কোং৷

এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেল আর্জেন্টিনা। তাই আনন্দে ভাসছে দলটির সমর্থকেরা৷ বাংলাদেশে মহল্লায় মহল্লায় হয়েছে মিছিল আর স্লোগান।

প্রিয় দলের জয় উদযাপন করলেন নায়িকা মাহিও। স্বামী রাকিবকে নিয়ে আর্জেন্টিনার পতাকার রঙে কেক কাটলেন তিনি৷

সেই কেক কাটার ছবি ফেসবুকে দিয়ে মাহি লিখলেন, আলহামদুলিল্লাহ’। সঙ্গে লাভ ইমোজি।

মাহির পোস্টের নিচে শত শত মন্তব্য। প্রায় সবাই মেসিদের ভক্ত৷ কোয়ার্টার ফাইনালে উঠায় শুভেচ্ছা জানাচ্ছেন আর্জেন্টিনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *