আহা কী পবিত্র দুটি দৃশ্য : শাওন

পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন। রাজ-পরীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

এদিকে রাজের অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগামাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

রাজ-পরী-রাজ্যের ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, “আহা কী পবিত্র দু’টি দৃশ্য! অভিনন্দন, ভালোবাসা এই মানব মানবী আর তাদের শিশুটির জন্য।”

প্রসঙ্গত, গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন পরীমণি। এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা।

85 thoughts on “আহা কী পবিত্র দুটি দৃশ্য : শাওন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *