এক চার্জে চলবে টানা তিন দিন

সাশ্রয়ী দামে মিডরেঞ্জে শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা। মডেল মটো জি এইট পাওয়ার লাইট।

এতে ব্যবহৃত হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কোম্পানি দাবি করছে এই ফোন এক চার্জে চলবে টানা তিন দিন।

ট্রিপল রিয়ার ক্যামেরার ফোনটিতে ৪ জিবি র‌্যাম দেয়া হয়েছে।

এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট। এর স্টোরেজ ৬৪ জিবি।

Motorola Moto G8
Motorola Moto G8

ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সংস্থার দাবি, এক চার্জে এই ফোনে একটানা ১৯ ঘণ্টা ভিডিও প্লে ব্যাক আর ১০০ ঘণ্টা অডিয়ো প্লে ব্যাক করা যাবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *