এখন থেকে বাইরের সিনেমা করব: অনন্ত জলিল

বেশ কিছুদিন চুপ থাকার পর ‘দিন-দ্য ডে’ সিনেমার বাজেট বিতর্কে গতকাল শনিবার মুখ খুলেছেন অনন্ত জলিল। তার বিরুদ্ধে নির্মাতা মুর্তজা অতাশ জমজমের আনীত অভিযোগের বিষয়ে কথা বলেন তিনি। সেইসঙ্গে ভক্তরা তার পাশে না দাঁড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। এবার একটি সংবাদমাধ্যমকে জানালেন, আর সিনেমা বানাবেন না তিনি। এখন থেকে অন্যদের সিনেমায় অভিনয় করবেন।

অনন্ত জলিল বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বাইরের সিনেমা করব। আমার প্রযোজনা সংস্থার ব্যানারে আর ছবি করব না।’

অন্যদের ছবিতেও কি নায়িকা হিসেবে তার বিপরীতে স্ত্রী বর্ষাকে দেখা যাবে– জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার বিষয় নয়। এ নিয়ে ভাবার জন্য প্রযোজক-পরিচালক আছেন। তারা বিষয়টি দেখবেন। তারা যদি মনে করেন বর্ষাকে নায়িকা হিসেবে রাখবেন তাহলে রাখতে পারেন। সেখানে বাইরের নায়িকাও থাকতে পারে।’

অনন্ত জলিল তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিন- দ্য ডে’ নিয়ে শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছিলেন। মুক্তির পরও তা অব্যাহত ছিল। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *