এতদিন বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন নায়ক রোশান
দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। কনে তাহসিন এশা। ২০২০ সালের ১১ জুন ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।
তিন বছর পর গতকাল শনিবার বিয়ের সংবাদটি প্রকাশ্যে আনেন রোশান। জানান, তিন বছর পর দুই পরিবারের সম্মতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেন এই দম্পতি। তবে এতদিন কেন তাদের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এই চিত্রনায়ক?
উত্তরে রোশান বলেন, ‘আমার স্ত্রী চাচ্ছিল না হুট করে বিয়ের সংবাদটি সবাইকে জানাতে। এছাড়া এশার বাবাও বিষয়টি জানতেন না। সম্প্রতি আমাদের বিয়ের খবরটি জানতে পেরে তিনি ভীষণ খুশি হয়েছেন এবং আমাকে পাত্র হিসেবে পছন্দ করেছেন। তবে আমাদের সম্পর্কের বিষয়টি তিনি আগেই জানতেন। আর যখন শুনলেন, আমাদের বিয়ে হয়ে গেছে; তখন তিনি স্বাভাবিকভাবে বিষয়টা গ্রহণ করেছেন। এরপরই দুই পরিবার মিলে ঘরোয়া একটি আয়োজন করি।’
রোশান আরও বলেন, ‘আমাদের আত্মীয়-স্বজন সবাই জানতেন আমরা এক সময় বিয়ে করব। কিন্তু আমরা যে আগেই বিয়ে করেছি, এটা তারা জানতেন না। তাই বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর সবাই খুব খুশি হয়েছে।’
এই নায়ক জানান, চার বছর আগে এশা তার পরিবারের সবাইকে জানিয়েছিল, সে তার পছন্দের মানুষকেই বিয়ে করবে। তাই তাদের বিয়ের সংবাদটি সবার কাছে স্বাভাবিকভাব। আর বিয়ের খবরটি জানার পর, দুই পরিবার আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
জানা গেছে, রোশানের স্ত্রী এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে।
২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় রোশানের। এর পর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পাপ’।