এবার জয়ের সঙ্গে নতুন মিশনে নামছেন অপু বিশ্বাস
ফের শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় অভিনয় করতে চলেছেন অপু বিশ্বাস। ‘স্বর্গে’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। আজ সোমবার দুপুরে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন এ নায়িকা।
এটি একটি গল্পনির্ভর সিনেমা হতে যাচ্ছে বলে জানালেন জয়। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ছবিতে এমন একটি গল্প তুলে আনব যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করিনা। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাব। সেই সংকল্প নিয়ে শুটিং শুরু হবে।’
অপু বিশ্বাস বলেন, “নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। এমনকি তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার ওপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।”
পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।
এদিকে ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তি পাবে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেছেন আশিক চৌধুরী, সেতু, মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।