কবিতা লিখবেন সাইমন, গৃহপরিচারিকার কাজ করবেন বুবলী!

তিন দশক পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) দুটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। সরকারি অনুদানের এ ছবি দুটি হলো- ‘চাদর’ ও ‘আকাশযুদ্ধ’।

ওই দুই সিনেমার মধ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ‘চাদর’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে এফডিসিতে ছবিটির শিল্পী ও নির্মাতাদের মধ্যে চুক্তি সই হয়েছে। এটি নির্মাণ করছেন জাকির হোসেন রাজু। ছবিটিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা শবনম বুবলী। তাঁরাসহ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী মনিরা মিঠুসহ এফডিসির কর্মকর্তারা।

কবিতা লিখবেন সাইমন, গৃহপরিচারিকার কাজ করবেন বুবলী!

এফডিসি সূত্রে জানা যায়, ‘চাদর’ ছবির নায়কের চরিত্রটি একজন কবির। যিনি কবিতা লেখার মাধ্যমে সমাজে নানা বার্তা দিয়ে থাকেন। ছবিটিতে কবির চরিত্রে অভিনয় করছেন সাইমন। তাঁর বিপরীতে গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করছেন বুবলী। এমন চরিত্রে তাঁদের আগে দেখা যায়নি। দুজনের এটাই প্রথম ছবি।

এফডিসি প্রযোজিত অন্য ছবিটি নির্মাণ করছেন দীপংকর দীপন। এটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। এই ছবিতে কারা অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *