কলকাতার ছবিতে রোশান, সঙ্গী শ্রাবন্তী

ঢাকাই ছবির পরিচিত মুখ জিয়াউল রোশান। কিছুদিন আগে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি পায়। এবার সুখবর জানালেন এই অভিনেতা।

মীরজাফরের বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে কলকাতায় নির্মিতি হচ্ছে চলচ্চিত্র। নাম ‘মীরজাফর চ্যাপ্টার টু’। বাঙালি পরিচালক অর্কদ্বীপ নির্মাণ করবেন ছবিটি। প্রযোজনা করবেন রানা সরকার।

সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে। এতে মীর চরিত্রে অভিনয় করবেন রোশান। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।

রোশান বললেন, মীর জাফর নামটার সঙ্গে নেতিবাচক ইতিহাস জড়িয়ে আছে। সেই নাম নিয়েই ছবি। এই ছবিতে আমার চরিত্রের নাম মীর। আমার সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার ও সৌরভ দাস। আর বাংলাদেশের ফেরদৌস ভাইও রয়েছেন।

রোশান জানান, ছবিটির শুটিংয়ে অংশ নিতে ২৬ নভেম্বর কলকাতায় যাচ্ছেন।

তবে নামে মীরজাফর হলেও ছবিতে ঐতিহাসিক মীর জাফরের গল্প থাকবেনা বলেই জানালেন রোশান। তার ভাষ্য, মীরজাফরে এই সময়ের যারা বিশ্বাসঘাতক তাদের দেখানোর জন্যই এমন নামকরণ করা হয়েছে।

রোশান এর আগে দেবের সঙ্গে ককপিট ছবিতে অভিনয় করে সীমানার ওপারে প্রশংসা কুড়িয়েছেন।

72 thoughts on “কলকাতার ছবিতে রোশান, সঙ্গী শ্রাবন্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *