কাঠমিস্ত্রির মাধ্যমে সিনেমায় সুযোগ পেয়েছিলেন হৈমন্তী
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে এসেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এরপরই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কে এই হৈমন্তী, কীভাবে তার উত্থান— জানতে গিয়ে বেরিয়ে এসেছে এক অবাক করা তথ্য। জানা গেছে, এক কাঠমিস্ত্রির মাধ্যমে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন হৈমন্তী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কাঠমিস্ত্রির হাত ধরে হৈমন্তীর সিনেমায় আসার তথ্যটি দিয়েছেন নির্মাতা অতনু বোস। তিনি বলেন, ‘আমার ওই সিনেমার স্টারকাস্টটা অনেক বড় ছিল। আমি ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতাম। আমার বাড়ির কাঠের মিস্ত্রি অনেক দিন ধরেই আমাকে বলছিল যে, অভিনয়ের ব্যাপারে একজন আমার সঙ্গে দেখা করতে চায়।
আমার বাড়ির কাছাকাছি নাকি থাকে এবং সে তার বাড়িতে কাজ করে। কিন্তু, যেহেতু আমার ছবিটি সেসময়ে স্থগিত ছিল, তাই আমি কিছুটা এড়িয়েই যাচ্ছিলাম। এমনকী আমি নম্বরও দিতে চাইনি। কিন্তু পরে কাঠের মিস্ত্রির মাধ্যমেই হৈমন্তী আমার নম্বর পায়।
আমায় প্রথমে হোয়াটস্যাপে ছবি পাঠায় এবং পরে আমায় অনেক অনুরোধ করায় তাকে দেখা করতে বলি আমার টিমের সঙ্গে। এরপর শ্যুটিংয়ের আগে একদিন আমার সঙ্গে দেখা করায়। তাকে ওই ছোট্ট রোলের জন্য সাড়ে তিন হাজারের মতো রুপি দেওয়া হয়েছিল।’
অতনু জানান, ওই ছবিটির নাম ছিল ‘অচেনা উত্তম’। এক নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন হৈমন্তী। কিন্তু সম্পূর্ণ শুটিং শেষ করার আগেই ছবি থেকে বের করে দেওয়া হয় তাকে। কেননা অতনুর অজ্ঞাতসারেই ছবির প্রযোজকের সঙ্গে পরিচিতি বাড়াতে চেয়েছিলেন হৈমন্তী।
তদন্তে হৈমন্তী সম্পর্কে আরও কিছু তথ্য জানা গিয়েছে। তার একাধিক ফ্ল্যাট, অফিসের খোঁজ পেয়েছে তদন্তকারীরা। এর মধ্যে কলকাতার বিবাদীবাগে এবং মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে দুটি অফিসের খোঁজ মিলেছে হৈমন্তীর। তবে গোপাল দলপতি এবং তার রহস্যময়ী দুজনেই এখনও ধরাছোঁয়ার বাইরে।