কারও ক্ষতি করতে চাই না : শ্রাবন্তী

এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বর্তমানে দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

মার্কিন মুলুকে থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের প্রতিনিয়ত নিজের খবরাখবর জানান শ্রাবন্তী। তবে শুক্রবার ৪ নভেম্বর আক্ষেপের সুরে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন।

তিনি লেখেন, আমি মিডিয়াতে কাজ করি না আজ প্রায় ১৪ বছর হয়ে গেল। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে যখন ভালো লাগে, একটু রিলস বানাই। আমার ভালোই লাগে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। অভিনয়তো করতে পারি না অনেক ঝামেলার কারণে। তাই একটু রিলস করতে ভালোই লাগে। কিন্তু এই এক রিলস করতে যেয়ে বুঝলাম কিছু কিছু মানুষ আর মানুষ নেই।

কারও ক্ষতি করতে চাই না : শ্রাবন্তী

তিনি আরও লেখেন, এতো নোংরা হতে পারে এটা ভাবতেই কষ্ট হয়। আহারে তোরা কবে মানুষ হবি ভাই। কিছু মেয়েদের মন্তব্য পড়লে আমি ভাষা খুঁজে পাই না। ফেক প্রোফাইল থেকে মন্তব্য করে। যদিও এসব পাত্তা দেই না, কিন্তু হাসি পায় আর ভাবি কত নিচে নামতে পারে মানুষ। ভাই ও বোনেরা, আমি আপনাদের আগেও নাই, পিছেও নাই। খুব সহজ জীবন আমার দুই সন্তান নিয়ে। আমি কারও ক্ষতি করতে চাই না, করবও না। তাই দয়া করে প্রার্থনা করুন আমার জন্য।

প্রসঙ্গত, একসময় নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক চাহিদা ছিল শ্রাবন্তীর। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও করেছিলেন বাজিমাৎ। এখনও দর্শকের হৃদয়ে জায়গা দখল করে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *