খালি পেটেই কাটিয়ে দিয়েছি অনেক রাত : মিঠুন
ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার অভিনীত প্রথম সিনেমাই পেয়েছিল জাতীয় পুরস্কার। তবে আজকের এই জায়গায় আসার পথটা মোটেও সহজ ছিল না তার। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।
সম্প্রতি ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এর মঞ্চে এসেছিলেন এই অভিনেতা। সেখানেই নিজের অনেক গল্পই শোনান ভক্ত-অনুরাগীদের।
দাপুটে এ অভিনেতা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে গায়ের রং নিয়ে শুনতে হয়েছে নানান কটূ কথা। অনেকেই বিভিন্নভাবে অসম্মান করেছেন, ছোট করে কথা বলেছেন। এমনকি খেতে না পেয়ে, খালি পেটেই কাটিয়ে দিয়েছি অনেক রাত। ঘুমিয়েছি ফুটপাতে। একা একাই চোখের পানি ফেলেছি।
মিঠুন আরও বলেন, আমি যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, আমি চাই না আর কেউ এই কষ্টের সম্মুখীন হোক। আমি আমার সেই কষ্টগুলো চেপে রেখেছি।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটে সর্বশেষ দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বাংলা সিনেমা ‘প্রজাপতি’। সিনেমায় মিঠুনের সঙ্গে আরও অভিনয় করবেন দেব এবং মমতা শংঙ্কর।