গাইলেন সুমি, রোমান্স করলেন জয়া-ফেরদৌস (ভিডিও)
সব সংকট কাটিয়ে চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির পরিচালক মাহমুদ দিদার। এবার মুক্তি পেলো সিনেমাটির ‘বয়ে যাও নক্ষত্র’ শিরোনামের গান।
‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়/ বারবার তার প্রেমে বারবার পড়া যায়/ হয়ে যাও হয়ে যাও ভোর/ সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’— এমন কথার গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত হয় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের ফেসবুক পেজ ও ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে। গানের ভিডিওতে দেখা যায় চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমনের মন উড়িয়ে নেয়া সব রোমান্টিক দৃশ্য।
শারমীন সুলতানা সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। এর আগেও আমরা বেশকিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করার। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়েছে। আশা করছি, শ্রোতারাও গানটি শুনবেন এবং চলচ্চিত্রটি উপভোগ করতে সিনেমা হলে যাবেন।’
২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে পরিচালকের। করোনা মহামারির কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ২৩ সেপ্টেম্বর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।
চলচ্চিত্রটিতে তিনটি গান ব্যবহার করা হয়েছে। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।