গ্যালারিতে আফগানিস্তানের পতাকা হাতে কে এই সুন্দরী?
জমে উঠেছে এশিয়া কাপের এবারের আসর। ছয় দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য গুরুত্বপুর্ণ ছিল। এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে আফগানরা। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলছে সুপার ফোরে। রশিদ খান-মোহাম্মদ নবীদের সমর্থন দিতে গ্যালারিতে আসছেন আফগান সমর্থকরা। রঙিন পোশাকে আফগান পতাকা হাতে ক্রিকেটপ্রেমীদের ঠিক দেখা যায় গ্যালারিতে।
ক্যামেরার ফোকাসে এমন দৃশ্য মিস করছেন না সাংবাদিকরা। দর্শকদের নানা রকমের সাঁজসহ উচ্ছ্বাসিত ব্যাক্তিদের তারা ক্যামেরাবন্দী করেন। তেমনই এক আফগান সুন্দরী ক্যামেরাবন্ধী হয়েছেন শনিবার (৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচে। যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ভীষণ তুঙ্গে।

নেটিজেনদের প্রশ্ন কে এই আফগান সুন্দরী? অগণিত সমর্থকদের মাঝে নেটিজেনদের চোখ আটকায় ওই সুন্দরীর দিকেই। শারজার গ্যালারিতে আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তিনি।
পরে ওই নারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই জানা যায়, তার নাম ওয়াজমা আয়ুবি। তিনি কাবুলের লামান ক্লোদিং নামে একটি নারী ফ্যাশন ও ডিজাইনিং প্রতিষ্ঠানের কর্ণধার। নানা ব্যস্ততার মাঝে তিনি খেলা দেখতে পছন্দ করেন। বিশেষ করে নিজ দেশের খেলা দেখতে গ্যালারিতে এসে উপস্থিত হন।
আফগান এই সুন্দরীকে নিয়ে ইতিমধ্যে বেশকিছু গণমাধ্যম সংবাদও প্রকাশ করেছে। সেসব সংবাদের লিংকও শেয়ার করেছেন ওয়াজমা। রাতারাতি স্পটলাইটে চলে আসায় নিজের ফলোয়ারদের ধন্যবাদও জানিয়েছেন এই নারী।