ছবি প্রকাশ করতেই কটাক্ষের শিকার বনি

পুরোনো সব মলিনতা, খারাপ সময়কে পেছনে ফেলে আসে নতুন বছর। বাংলা নববর্ষে নতুন শুরুকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে আপামর বাঙালি। উৎসবে মেতেছিলেন টলিপাড়ার তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ও। সব বিতর্ক ঝেড়ে ফেলে নতুন সূচনার দিকে পা বাড়িয়েছেন তারা একে অপরের হাত ধরে।

মাসখানেক আগেও পরিস্থিতি অন্যরকম ছিল বনির। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় বড় বিপদে ফেঁসেছিলেন তিনি। কুন্তল ঘোষের থেকে মূল্যবান গাড়ি উপহার নেওয়ার অভিযোগ উঠেছিল বনির বিরুদ্ধে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে দুইবার হাজিরা দিতে হয়েছিল তাকে। পরে অবশ্য গাড়ির জন্য নেওয়া টাকাটা ফিরিয়ে দিয়ে রেহাই পান বনি।

আর ইডির ডাক পাননি অভিনেতা। এবার প্রেমিকের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করলেন কৌশানি। দুই পরিবারের সঙ্গে মিলে নতুন বছরকে স্বাগত জানান তারা। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। অফহোয়াইট পাজামা-পাঞ্জাবি পরেছিলেন বনি। সকলে মিলে একসঙ্গে রেস্তোরাঁয় গিয়ে উদযাপন করতে দেখা গিয়েছে তাদের।

বিশেষভাবে নজর কেড়ে নিয়েছে বনি-কৌশানির যুগল ছবি। একে অপরের দিকে তাকিয়ে চুম্বনের ভঙ্গি করেছেন তারা। এই পোস্টেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, শুভ নববর্ষ লিডিং হিরো অব বেঙ্গল। এই বছরেই যেন একটা অস্কার লিডিং হিরো পেয়ে যান। ভগবান দেখো।

কারও প্রশ্ন, লাঞ্চটা কে স্পনসর করল? আবার কারও প্রশ্ন, পেছনে ইডি সিবিআই নেই তো? তবে বনি-কৌশানির অনুরাগীরা প্রশংসাতেও ভরিয়েছেন দুজনকে। দুঃসময় কাটিয়ে এবার সুখের মুখ দেখুক তারা, প্রার্থনা করেছেন ভক্তরা।