জটিল রোগে আক্রান্ত পুনম

জটিল রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণি অভিনেত্রী পুনম কৌর। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ‘সৌরম’ খ্যাত এ নায়িকা নিজেই দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে নিজের ইনস্টাগ্রামে পুনম লিখেছেন, ‘ফাইব্রোমায়ালজিয়া এমনই এক রোগ, অনেক পরিকল্পনাসহ অনুপ্রাণিত হওয়া একজন ব্যক্তিকে ধীরগতির করে দেয় এবং বিশ্রাম নিতে বাধ্য করে।’ এ সময় পুনম আরও লেখেন, ‘আসুন একটু বিশ্রাম করি।’

পুনমের এই পোস্ট দেখে আতঙ্কিত তার অনুরাগীরা। মন্তব্যের ঘরে গিয়ে অনেকেই তার আরোগ্য কামনা করেছেন।

ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে পেশির যন্ত্রণামূলক একটি রোগ। এই রোগে আক্রান্তদের পেশির যন্ত্রণায় ভুগতে হয়। সেইসঙ্গে অনিদ্রা, ক্লান্তি ও অবসাদে ভুগতে হয়। মাথাব্যথা, হাত-পায়ে অসাড়ত্বও ভর করে।

২০০৬ সালে মালায়লাম নামের একটি তেলেগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান পুনম। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘উন্নাইপোল ওরুভান’, ‘এনাড়ু’, ‘গণেশ’ প্রভৃতি। তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি— বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

14 thoughts on “জটিল রোগে আক্রান্ত পুনম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *