জলের মাঝে আগুন জ্বালালেন মম!

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম। তিনি ভীষণ কবিতা প্রিয় মানুষ-তা আজ নিজেই প্রমাণ দিলেন।

কাব্য প্রিয়তার কারণেই তিনি এমন সুইমিং পুলে গা ভেজানো আকর্ষণীয় ছবি ফেসবুকে প্রকাশ করে কবি হেলাল হাফিজের আশ্রয় নিয়েছেন।

পাঠকের কাছে বিষয়টি হয়তো জটিল মনে হচ্ছে। তাহলে একটু খোলাসা করেই বলা যাক-

আজ (২৮ এপ্রিল) মম এমন মনোলোভা ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘যে জলে আগুন জ্বলে’।

জলের মাঝে আগুন জ্বালালেন মম!

এ লাইনটি হচ্ছে বাংলাসাহিত্যের তুমুল জনপ্রিয় কবি হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম।

মমর এমন আবেদনময়ী ছবিতে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কবিতার বইয়ের নাম ক্যাপশনে দেখে তার ভক্ত ও সতীর্থরা মন্তব্য করতে ঝাঁপিয়ে পড়েন।

মাসুদ নামের একজন লিখেছেন, ‘জ্বলুক, জ্বলতে দে।’ এ মন্তব্যের জবাবে মম লিখেছেন, ‘দোস্ত পুড়ে গেলে।’

অন্যদিকে মমর এ ছবি-ক্যাপশন দেখে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আমি আসতেসি, আগুন নেভাতে, তুমি অপেক্ষা করো।’

এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে মমর ফেসবুকের কমেন্ট বক্স। মমও অনেক মজা করে এসব মন্তব্যের জবাব দিচ্ছেন।