ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল : পরীমণি

পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রাজ্য।

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল : পরীমণি

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। সঙ্গে ছিলেন পরীর স্বামী চিত্রনায়ক রাজ ও ছেলে রাজ্য। বেশ কয়েকটি ছবি দিয়ে পরী ক্যাপশনে লিখেছেন, এই মানুষটা একটা ভালোবাসা।
ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল : পরীমণি
আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হাসপাতালে। ওইদিন নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভকামনা।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *