ঢাকাই সিনেমায় নতুন জুটি আদর-প্রকৃতি

INAAYA
INAAYAINAAYAINAAYAINAAYAINAAYAINAAYA
ঢাকাই সিনেমায় আরও এক নতুন জুটির অভিষেক হতে যাচ্ছে। তারা হলেন- চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। সম্প্রতি ‘অগ্নিশিখা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটি।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে আদর-প্রকৃতিকে নিয়ে সিনেমাটি নির্মাণ কর‍তে যাচ্ছেন পরিচালক আরিফুর জামান আরিফ। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুট সেরেছেন আদর-প্রকৃতি।
INAAYAINAAYAINAAYAINAAYA
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে ‘অগ্নিশিখা’ সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ।

আদর জানালেন, গল্প বাছাই করেই তিনি নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন।
INAAYAINAAYAINAAYAINAAYA
‘অগ্নিশিখা’র গল্প তাকে মুগ্ধ করেছে। তরুণ এ নায়কের ভাষ্য, ‘গল্পটা ভালোবাসার। তবে এখানে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এর গল্প তৈরি হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে। এছাড়া প্রকৃতির সঙ্গে আমার প্রথম রসায়নও দর্শকের আনন্দ দেবে বলে আশা রাখছি।’
INAAYAINAAYAINAAYAINAAYA
‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ নামের দুটি সিনেমায় দেখা গেছে প্রকৃতিকে। নতুন সিনেমায় যুক্ত হয়ে এ নায়িকার বক্তব্য, ‘দীর্ঘ সময় পর নতুন ছবিতে কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত ছিলাম। এবার পুরোদমে সিনেমায় নেমেছি। সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করতে চাই।’
INAAYAINAAYAINAAYAINAAYA
নির্মাতা আরিফুর জামান আরিফ জানান, নতুন প্রথম অংশেই ছবিটির সম্পূর্ণ কাজ শেষ করবেন তারা। এরপর ২০২৩-এর মাঝামাঝি কিংবা শেষের দিকে ছবিটি আসবে প্রেক্ষাগৃহে। ‘অগ্নিশিখা’ প্রযোজনা করছে এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেড।
INAAYAINAAYAINAAYAINAAYA

18 thoughts on “ঢাকাই সিনেমায় নতুন জুটি আদর-প্রকৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *