তানজিন তিশার সঙ্গে খাওয়ার সুযোগ

বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। অভিনয় দিয়ে তৈরি করেছেন বিশাল ভক্ত সম্প্রদায়। এবার ভক্তদের জন্যও এনেছেন সুখবর। দিয়েছেন তার সঙ্গে বসে খাওয়ার সুযোগ। এজন্য আগ্রহীদের অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ করতে হবে।

মূলত একটি অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা এই সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন এবং তিশার সাথে সামনাসামনি দেখা করে তাকে মুগ্ধ করার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন তিনি পাবেন তিশার সাথে ডিনারে যাওয়ার সুযোগ।

তানজিন তিশার সঙ্গে খাওয়ার সুযোগ

সম্প্রতি ফেইসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাকে ইম্প্রেস করার আহ্বান জানান তিশা। ক্যাম্পেইনটিতে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেইসবুক পেইজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX I #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যামেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *