তারকাদের স্ক্যান্ডাল না খুঁজে উৎসাহ দিন: মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমীর একসঙ্গে দুটি ছবি মুক্তি পেয়েছে। বহুদিন পর ছবি মুক্তি পাওয়ায় মৌসুমী উচ্ছ্বসিত ও আশাবাদী। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন প্রিয়দর্শিনী।

সেই সঙ্গে হলুদ সাংবাদিকতা, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের এক হাত নিয়েছেন মৌসুমী।

মৌসুমীর দুটি চলচ্চিত্র ‘ভাঙন’ ও ‘দেশান্তর’ মুক্তি পেয়েছে গতকাল। ‘ভাঙন’ ছবি নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ছবি প্রসঙ্গে কথা বলেন মৌসুমী। ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন অনেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো মানের কাজ করছেন।

নিঃসন্দেহে তারা অনেক মেধাবী ও গুণী। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলালে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবেন। আপনারা যদি শুধু তাদের স্ক্যান্ডাল খোঁজেন, তা হলে ভালো কিছু দিতে পারবে না। তাদের স্ক্যান্ডাল না খুঁজে উৎসাহ দিন। ’

‘৯০-এর দশকে চলচ্চিত্রে পথচলা শুরু মৌসুমীর। অমর নায়ক সালমান শাহর সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মৌসুমীর। ছবিটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে।

দাপটের সঙ্গে ৩০ বছর রাজত্ব করেছেন মৌসুমী। এখনো অভিনয়ে আছেন এ নায়িকা। তবে চলচ্চিত্রে তার উপস্থিতি খুব একটা নেই।

অনেকটা ক্ষোভ ঝেড়ে মৌসুমী তার সময়ের উদাহরণ টেনে সাংবাদিকদের বলেন, আমরা কি ভুল করিনি? ভুল শুধরে নেওয়া, সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের দাঁড় করিয়ে দেওয়া— এ কাজগুলো কিন্তু তখনকার সাংবাদিকরাই করেছেন।

কিন্তু এখন যারা কাজ করছেন, আপনারা সেটি করেন না। আপনার যা ইচ্ছা তা-ই নিউজ, ভিডিও করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলেমেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই। এ ছাড়া যারা নতুন সম্ভাবনাময় কাজ করছেন, তারাও আগ্রহ হারাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *