দর্শকের গালমন্দ শুনেও উচ্ছ্বসিত মিম

ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’। দর্শকের প্রশংসা শুনে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সোমবার (১১ জুলাই) প্রচারের অংশ হিসেবে ময়মনসিংহ গিয়েছিল ‘পরাণ’ সিনেমার টিম। সেখানেই সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিম।

এই অভিনেত্রী লিখেছেন, ‘সেই সকালে বেরিয়েছিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। একটু আগে বাসায় ফিরলাম। ক্লান্ত-বিধ্বস্ত, তবু লিখছি। এই যে হলে হলে ঘুরলাম, হলভর্তি দর্শক দেখে কী আনন্দই না পেয়েছি! আপনাদের এমন সাড়া পেয়ে আমরা আপ্লুত। একজন হল মালিক যখন বলেন, অনেক বছর পর এমন হাউজফুল হলো তাদের সিনেমা হল, তখন মনে প্রশান্তি কাজ করে।’

সিনেমা দেখে দর্শকের প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত মিম। তিনি লিখেছেন, “দর্শকেরা যখন ‘অনন্যা’ ক্যারেক্টারটাকে গালমন্দ করছে, তখনও অন্যরকম ভালো লাগা কাজ করেছে। একজন অভিনয়শিল্পী তো তার অভিনয়ের এমন স্বীকৃতিই চায়! অনেক ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা।”

রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি তৈরি। এতে মিম ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *