দশ বছর পর এক হলেন আঁখি আলমগীর ও ইমন

দীর্ঘ দশ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গায়িকা আঁখি আলমগীরের জন্য গান তৈরি করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানের শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর ও সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই।

ইতোমধ্যেই বড় পরিসরে সেট ফেলে ২৫ জানুয়ারি আরটিভির বেঙ্গল স্টুডিওর খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে মডেল হয়েছেন একদল নৃত্যশিল্পী।

হিমি নাচে, মোশাররফ ক্যানভাস করে আর নিলয় পকেটমার!


মিউডিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

এ গান নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

লাভের ১০ শতাংশ চান নিপুণ, জায়েদ চান বলিউডে তার ছবির মুক্তি


আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো এমনটি গান বানিয়েছেন ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবে না।’

আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা উজ্জল রহমান।

মোক্তার-জয়ার অবৈধ সন্তান মীর

80 thoughts on “দশ বছর পর এক হলেন আঁখি আলমগীর ও ইমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *