দীর্ঘ বিরতির পর বড় খবরের আভাস দিলেন তিশা

নুসরাত ইমরোজ তিশা। টিভি ও সিনেমা পর্দায় যার দৃপ্ত পদচারণা ছিল প্রায় দুই দশকের। এমনকি বিয়ের পরেও কাজের গতিতে ভাটা নামেনি। তবে মাতৃত্বকালীন সময়ে একেবারেই আড়ালে চলে যান তিশা।

সম্প্রতি ছোট ছোট কিছু কাজ নিয়ে ক্রমশ পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। তবে এ পর্যায়ে এসে সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জানালেন বড় খবরের আভাস। সঙ্গে এটুকুও বললেন মাঝের সময়টুকু শুটিং ক্যামেরাটাকে মিস করার বিষয়টি।

তিশার ভাষ্যে, ‘অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। কারণ, ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি।’

জানান, কন্যা ইলহাম ক্রমশ বড় হচ্ছে। ফলে তারও কাজের গতি বাড়ছে। তিনি বলেন, ‘আস্তে আস্তে ইলহামও বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ! আমি কাজে বের হলে সে বাবার (মোস্তফা সরয়ার ফারুকী) সাথে থাকতে পারে। সেজন্য আবার কাজ শুরু করেছি। তবে অল্প অল্প করে।’

জানান, শুরুটা কয়েকটি বিজ্ঞাপনের কাজ দিয়ে করেছেন। তবে শিগগিরই বড় কাজেও অংশ নেবেন। তার ভাষায়, ‘কিছু দিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন।’

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ১১ বছরের সংসার জীবনে ২০২২ সালের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *