দুজনের ইচ্ছাতেই বিয়ে করেছিলাম: অপু বিশ্বাস

একবিংশ শতকে ঢাকাই সিনেমার সবচেয়ে সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তারা জুটি বেঁধে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। একদিকে শাকিব যেমন ঢালিউড কিং হিসেবে খ্যাতি পেয়েছেন, অপুকেও ভক্তরা দিয়েছে ঢালিউড কুইন খেতাব।

যদিও অধিকাংশ দর্শক মনে করেন, শাকিবের সঙ্গে কাজের সুবাদেই অপু পরিচিতি-জনপ্রিয়তা পেয়েছেন। এবার অপু নিজেও একই সুরে বিষয়টি স্বীকার করলেন। তিনিও মনে করেন, শাকিবের সঙ্গে কাজ না করলে আজকের অবস্থান আসতে পারতেন না।

এই মুহূর্তে অপু বিশ্বাস রয়েছেন কলকাতায়। সেখানে তার প্রথম টলিউড সিনেমা ‘আজকের শর্টকাট’-এর প্রচারণায় অংশ নিচ্ছেন। এক ফাঁকে কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শাকিবকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল। তবে আব্রাহাম খান জয়ের মতো ছেলের মা হয়ে তিনি দারুণ খুশি।

অপুর মন্তব্যটি দেশের গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ভক্তরাও নানারকম প্রতিক্রিয়া দিচ্ছেন। এর মধ্যে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন নায়িকা। জানান, এতদিন পেরিয়ে এখন তার এমনটাই মনে হয়।

এসময় তার কাছে প্রশ্ন ছিল, তবে কি বিয়েটা তখন আপনার ইচ্ছায় হয়নি? উত্তরে অপু বিশ্বাস বললেন, ‘তা হবে না কেন। আমি রাজি ছিলাম বলেই তো বিয়ে হয়েছে। আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়ে করেছিলাম। প্রেম করেছি, বিয়েও করেছি, এরপর সন্তানের মা–ও হয়েছি। এটা তো ঠিক, ওই সময় শাকিবের সঙ্গে যদি তখন বিয়ে না হতো, তাহলে কি আব্রামের মতো সন্তানের মা কি হতে পারতাম, তা তো হয়তো হতে পারতাম না।’

এদিন কথায় কথায় অপু বিশ্বাস জানালেন, তিনি মনে করেন, শাকিব খানের কারণে তিনি আজকের এই অবস্থানে আসতে পেরেছেন। অভিনয়জীবনের শুরু থেকে শাকিব খান তাঁকে শুধু সহশিল্পী হিসেবে নয়, অভিভাবক হিসেবেও গাইড করেছেন।

অপু বললেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক ধরনের জটিলতার মুখোমুখি হন। বিশেষ করে নায়িকা হতে যাঁরাই আসেন, তাঁদের অনেককে আরও বেশি তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আমাকে তা হতে হয়নি। অভিনয়জীবনের শুরুতেই সহশিল্পী হিসেবে শাকিব খানকে পেয়েছি। সে তখন ব্যস্ত নায়ক। আমাদের দারুণ একটা জুটি তৈরি হয়। শাকিব খানের কারণেই ইন্ডাস্ট্রির সবাই আমাকে অন্য রকমভাবে সম্মানের চোখে দেখেছে। তার কারণেই অনেক ছবিতে কাজ করতে পেরেছি। এসব তো অস্বীকার করার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *