দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় নায়িকার সিনেমা

টালিগঞ্জের অভিনেত্রী সাবর্ণী। ২০১১ সালে র‍্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু। ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান।

এরপর ‘সুপার হিট’, ‘শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এবার তার অভিনীত ‘ও মাই লাভ’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে বলে আরটিভি নিউজকে জানান সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে-এর ট্রেইলার প্রকাশ করা হয়।

জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছিল। করোনার কারণে মুক্তি দিতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি দেবো। সিনেমায় ঝকঝকে একটা জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটা সমাজেরই প্রতিচ্ছবি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বড়দা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী পরিচালক মোরশেদ খান হিমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *