নাগার সঙ্গে এক ঘরে রাখলে ধারালো জিনিস লুকিয়ে রাখতে হবে: সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি করন জোহরের টক শো ‘কফি উইথ করন’- এর একটি পর্বে হাজির হয়েছিলেন। এই সময় প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স নিয়ে কথা বলেছেন তিনি।

ডিভোর্স নিয়ে সামান্থা বলেন, ‘এটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমার পছন্দেই হয়েছে। আমি স্বচ্ছ্ব থাকতে চেয়েছি এবং ব্যক্তিগত অনেক কিছুই প্রকাশ করেছি। ডিভোর্সের সময় খুব বেশি হতাশ হইনি। আমার বিষয়ে অনেকের জানার ইচ্ছা ছিল, কারণ তারা আমার ওপর বিনিয়োগ করেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব। যদিও সেই সময় বেশি কিছু বলিনি।’

আগের চেয়ে এখন মানসিকভাবে শক্তিশালী কি না? জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন, ‘এটি অনেক কঠিন ব্যাপার, তবে ভালো আছি। সব ঠিকঠাক। আগের চেয়ে এখন অনেক শক্তিশালী।’

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে নিয়ে কোনো তিক্ত অনুভূতি রয়েছে কি? প্রশ্ন করা হলে জবাবে সামান্থা বলেন, ‘মনে করুন দু’জন এক ঘরে আছি। তাহলে ধারালো সব জিনিস লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন পর্যন্ত পরিস্থিতি এমনই। এখন সমঝোতার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে হয়তো হতে পারে।’

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে নাগা চৈতন্য ও সামান্থার বন্ধুত্ব হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *