নিজের প্রথম ছবিতেই তাক লাগিয়ে দিয়েছেন ফারিণ

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান তিনি। তারপর অসংখ‌্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল‌্যাটফর্মেও নাম লেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি হইচই প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’ এর প্রথম সিরিজেই নিজের সবলীল অভিনয় নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ফারিণ।তাসনিয়া ফারিণ বলেন, ‘কতটা সাবলীল অভিনয় করেছি তা জানি না।

তবে স্টোরি, থিম সবকিছু মিলিয়ে দারুণ একটা কাজের সাথে থাকতে পেরেছি এটাই বড় আনন্দের। আর একই সাথে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, দিনার ভাই, জয়ন্তদা থেকে শুরু দারুণসব শিল্পীদের সাথে কাজ করাটা ভীষণ আনন্দের। আমার অভিনয়ের সাথে দর্শকেরা রিলেট করে ভালোবাসা জানাচ্ছেন। এটাই আমার বড় প্রাপ্তি।’

নিজের প্রথম ছবিতেই তাক লাগিয়ে দিয়েছেন ফারিণ

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান রাফি ও তাসনিয়া ফারিনের একটি ছবি পোস্ট হলে কৌতুহলী দর্শকেরাও তাদের মুগ্ধতা জানান প্রিয় অভিনেত্রী ফারিনের প্রতি।

রায়হান রাফির চলচ্চিত্রের মাধ্যমেই অবশেষে তাসনিয়া ফারিনের অভিষেক হচ্ছে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আমি বরাবরই বলে থাকি, আমার সিনেমায় স্টারকাস্ট মুখ্য নয়। আমার ছবিতে গল্পটাই হিরো। তাই গল্পে যাকে ডিমান্ড করবে। তাকেই আমি ছবিতে কাস্ট করি।

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ মূলত বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমেই এই মিডিয়ামে আসেন। নিজের কাজের ব্যাপারে বরাবরই আত্মবিশ্বাসী ফারিণ বলেন, ‘আমি মনে করি, আমাদের এই মিডিয়াতে মেধা যোগ্যতা নিয়ে যেকোনো নারী ভালোভাবে শুধু কাজের প্রতি ফোকাসড থাকলেই দর্শকদের মন জয় করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *