নিশাত কি পারবেন সজলের মন জয় করতে?

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘মেঘলা আকাশ’।

জিকু চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলীসহ অনেকে।

নাটকের গল্প এমন—একদিন আকাশ তার ভাবির (রিমি) সাথে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়। যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়। আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে।

পরে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না। আকাশের দাবি, ভাবির মান-সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বোঝানোর চেষ্টা করার পরেও আকাশ আর বুঝতে চায় না। আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে।

আকাশ ও মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দুজন আলাদা আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে। বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দায়।

আকাশের ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও মেঘলার ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।

82 thoughts on “নিশাত কি পারবেন সজলের মন জয় করতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *