‘পরাণ’র প্রশংসায় পঞ্চমুখ তানভীন সুইটি
ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ অনেকের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। এই তালিকায় অভিনেত্রী তানভীন সুইটিও রয়েছেন। তিনি সিনেমাটি দুবার দেখে প্রশংসা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
রায়হান রাফী পরিচালিত সিনেমাটি দেখে অনুভূতির কথা জানিয়ে সুইটি লিখেছেন: ‘আমি ধন্যবাদ জানাই এই ফিল্ম-এর ডিরেক্টর রায়হান রাফীকে, আবার আমাদের দর্শককে হলমুখী করবার জন্য। রাফী সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি! প্রতিটা চরিত্রই অসাধারণ অভিনয় করেছে। শরিফুল রাজ তুমি আসলেই একজন মেধাবী অভিনেতা। পুরোটা সময় ক্যারেক্টারের মধ্যে ডুবে ছিলে। অভিনয় দিয়ে তুমি দর্শকের মাথা নষ্ট করে দিয়েছ।’
বিদ্যা সিনহা মিমের অভিনয়ের প্রশংসা করে সুইটি আরো লিখেছেন: ‘সেলিম ভাই, অপু, নাসের সবাই যার যার জায়গায় এতো ভালো অভিনয় করেছে যে, কাকে রেখে কার অভিনয় দেখবো! আহ্ আমার দেশের সিনেমা…হাউসফুল। কি চমৎকার খবর! ভাবতেও ভালো লাগে!’
তানভীন সুইটি মঞ্চনাটক, টেলিভশন নাটকে নিয়মিত অভিনয় করেন। অগণিত নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণি এই অভিনেত্রী। সুইটি উপস্থাপনা কিংবা বিজ্ঞাপনেও দেখিয়েছেন পারদর্শিতা।