পাইলট নাদিয়া

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এবারই প্রথম নারী পাইলটের চরিত্রে অভিনয় করলেন। ‘প্রতীক্ষা’ শিরোনামে নতুন একটি ধারাবাহিকে এমন চরিত্রে দেখা যাবে তাকে।

নিজের চরিত্রের বিষয়ে নাদিয়া আহমেদ বলেন, ‘এই নাটকে আমি অদিতি চরিত্রে অভিনয় করেছি। যে স্বাধীনচেতা, বুদ্ধিমান এবং স্বাবলম্বী একজন মেয়ে। সমাজ সচেতনতামূলক গল্পের নাটক এটি। যে কারণে কাজটি করতে ভালো লেগেছে।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নাদিয়া আহমেদ বলেন, ‘অভিনেত্রী হিসেবে সবসময় নতুন নতুন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। পাইলটের চরিত্রটি আমার কাছে নতুন অভিজ্ঞতা। সত্যি নিজেকে পাইলট মনে হচ্ছিল।’

জানা যায়, নাটকটির গল্পে বাল্য বিয়ে রোধ, শিশুদের জন্য বিনা বেতনে পড়াশুনা, শিশু শ্রম রোধসহ আরো বিভিন্ন বিষয় উঠে আসবে। নাট্যকার দারুণভাবে সরকারের উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় এবং কীভাবে তা রোধ করা যায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন।

নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন নাদিয়া। নাটকটির প্রযোজনা করছে বাংলাদেশ টেলিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *