প্রথমবার ছেলের মুখে ‘বাবা’ ডাক শুনলেন সিয়াম

চলতি বছরেই বাবা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছেলের নাম রেখেছেন জোরাইজ আহমেদ জায়ান। বয়স প্রায় ৬ মাস। প্রথমবারের মতো ছেলের মুখে ‘বাবা’ ডাক শুনে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন নায়ক।

বুধবার (১২ অক্টোবর) রাতে ছেলেকে কাঁধে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিয়াম। বাবার কাঁধে চড়ে বেশ হাসিখুশি জায়ান।

প্রথমবার ছেলের মুখে ‘বাবা’ ডাক শুনলেন সিয়াম

ক্যাপশনে বিশেষ দিনটির উল্লেখ করে সিয়াম লিখেছেন, ‘১১-১০-২২, প্রথমবারের মতো জায়ান আব্বু ডেকেছে।’

সিয়ামের পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, ২ হাজারের বেশি মন্তব্য ও দুই শতাধিক শেয়ার হয়েছে। তার সেই পোস্টের কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালের ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত একটি ছবি নেটমাধ্যমে প্রকাশ করে বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এ নায়ক। প্রায় মাস ছয়েক হলো তারা দুই থেকে তিন হয়েছেন। গত ২৬ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *