প্রশংসার হাওয়ায় ভাসছে নাফিজা টুষি

২০২১ সালে ক্লোজআপ কাছে আসার গল্পে রায়হান রাফির ‘অথবা প্রেমের গল্প’ শর্টফিল্মে অভিনয় করে চারদিকে তার সৌন্দর্যের আলো ছড়িয়ে দেন । যেটাকে বলা যায়,জাতীয় ক্রাশ। তারপর এলো ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’,এই ফিল্মে করলেন সাহসী চরিত্র।

তখন টুষির গ্রহণযোগ্যতা বাড়তে থাকে ইন্ডাস্ট্রিতে। এর পরে মিজানুর রহমান আরিয়ানের জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র সুবাদে,নিজের গ্রহণযোগ্যতা আরো বাড়ালেন তিনি । এই বছর নারী দিবসের শর্টফিল্ম ‘স্কুটি’তেও হলেন বেশ প্রশংসিত । এবং সর্বশেষ সিন্ডিকেটে নিজের অভিনয়ের আলোয় উজ্জ্বল তারকাই হয়ে গেলেন তিনি।

২৯শে জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘ হাওয়া ‘ । এই চলচ্চিত্রে আটজন পুরুষ অভিনেতার মধ্যে তিনিই একমাত্র নারী চরিত্র। তাই সিনেমার গ্ল্যামার এবং আবেদনের জায়গাটিতে একচ্ছত্র আধিপত্য তুষির৷ শোনা যাচ্ছে পুরো সিনেমার গল্পের মোড় ঘুরিয়ে দেয়ার চরিত্রেই তিনি আছেন৷ তার চরিত্রের নাম গুলতি।

সৌন্দর্যের পাশাপাশি তার গুলতি চরিত্র হয়ে উঠতে তার অভিনয় দক্ষতাও প্রশংসা পাওয়ার মতো। পোস্টার দেখে তাকে নিয়ে আলাদাভাবে ভাবতেই হচ্ছে। রহস্যময় চাহনির সঙ্গে বডি ল্যাংগুয়েজ দুর্দান্ত মানিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে গুলতি চরিত্রটা হয়ে উঠতে গিয়ে ভালোই শ্রম দিতে হয়েছে তাকে। এবং চরিত্র গুলতি করতে গিয়ে তার মেকাপ আর্টিস্ট, কস্টিম ডিজাইনারের দক্ষতাও ফুটে উঠেছে এখানে।

প্রশংসার হাওয়ায় ভাসছে নাফিজা টুষি

মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ট্রলারে রহস্যময় বেদেনী তরুণী ’গুলতি’ রূপে তুষিকে ঘিরে বাড়তে থাকা রহস্য মেজবাউর রহমান সুমনের এই ‘হাওয়া’ সিনেমায় বেশ বড় ভূমিকা রাখতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা।

চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসের মতো শক্তিশালী অভিনেতাদের মাঝে অভিনেত্রী হিসেবে কতোটা নিজের ছাপ রাখতে সক্ষম হন তুষি তার উত্তর মিলবে আগামী ২৯শে জুলাই।

সবমিলিয়ে বাংলা চলচ্চিত্রের নতুন দিনের সূচনায় অন্যতম কান্ডারী হবার পথে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। আর সেই যাত্রায় সিনেমার অভিনেত্রী হিসেবে তুষিও রাখতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বলা যায় নিঃসন্দেহে। এই সিনেমা মুক্তি পেলে নাজিফা তুষি আরো এগিয়ে যাবেন এটা সুনিশ্চিত। আরো নিয়মিত হয়ে উঠবেন অভিনয় জগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *