প্রেম নয়, ভার্সিটিতে পড়তে যাচ্ছি: দীঘি

শিশু শিল্পী হিসেবে সিনেমার পর্দায় আসেন দীঘি। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছেন। নিজেকে প্রকাশ করেছেন নায়িকা হিসেবেও।

সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরো জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সবমিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য বেস্ট হবে।’

প্রেম নয়, ভার্সিটিতে পড়তে যাচ্ছি: দীঘি

এই বিষয়ে পড়ার কৌতুহল নিয়ে দীঘি বলেন, ‘এ বিষয়টি নিলাম। কারণ এই সাবজেক্টে পড়লে অনেক কিছু করতে পারবো। কাজ কর্মের অনেক অপশন খোলা থাকবে। অ্যাটলিস্ট আমাকে বেকার থাকতে হবে না।’

ভার্সিটির কারো যদি ভালোলাগার কথা জানাতে যায় দীঘিকে, তিনি কি করবেন গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি প্রেম করতে ভার্সিটিতে যাচ্ছি না, পড়ালেখা করতে যাচ্ছি।’
প্রেম নয়, ভার্সিটিতে পড়তে যাচ্ছি: দীঘি
প্রসঙ্গত, নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

48 thoughts on “প্রেম নয়, ভার্সিটিতে পড়তে যাচ্ছি: দীঘি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *