ফারিয়ার নতুন ছবি

পর্দায় নিজের মতো করে গল্প বলেন অনম বিশ্বাস। তিনি চান, দর্শক বিনোদিত হওয়ার পাশাপাশি ভাবনার সুযোগ পান। এর আগে তার নির্মিত সিনেমা ও ওয়েব ফিল্মেও সে প্রমাণ রেখেছেন। এবার তিনি হাতে নিয়েছেন তার নতুন সিনেমার কাজ।

১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মাণ করা হবে ‘ফুটবল-৭১’ শিরোনামের এ ছবি। সিনেমাটিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া নিজেই জানিয়েছেন।

আজ রোববার নিজের ফেসবুকে একটি ছবি দিয়েছেন ফারিয়া। সেখানে হাস্যোজ্জ্বলভাবে এ নায়িকা ধরা দিয়েছেন চুক্তিপত্রসহ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’ ছবিটি দেখে বোঝা যাচ্ছে, ‘ফুটবল ৭১’ সিনেমায় স্বক্ষরের সময় লেন্সবন্দি হয়েছেন তিনি।

এ ছবিতে ফারিয়ার বিপরীতে থাকবেন আরিফিন শুভ। এ খবর তিনি দিন দুয়েক আগেই জানিয়েছিলেন। সেসময় ছবির প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভ বলেছিলেন, ‘আমি অনমদার একজন ফ্যান। তার কাজ অনেক ভালো লাগে। এবার তারই নির্মাণে আমি প্রথমবার কাজ করছি। এটি আনন্দের বিষয়।’

নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। এটি তার দেড় বছরের গবেষণার ফসল। এর আগে এ প্রসঙ্গে ঢাকা মেইলকে তিনি বলেছিলেন, “সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন। যেনতেনভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক সিনেমাটি দেখার সময় রিয়েলিস্টিক ফিল পাক। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’ দেখলে আমাদের মধ্যে যে ধরনের অনুভূতি হয়, আমি চাই আমার সিনেমাটি দেখে দর্শক তেমন অনুভূতি পাক।”

সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি করা হবে। জানা গেছে, নতুন বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে ছবিটির। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে সিনেমাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *