বংশের মানুষের কাছ থেকে চলে আসা অনেক কষ্টের: ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এর মাধ্যমে সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত থাকা যায়। তাই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে প্রায়ই নিজের ব্যক্তিগত ও ক্যারিয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এই অভিনেতা।

সম্প্রতি রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি গিয়েছিলেন অভিনেতা ওমর সানী। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার মহিশা শরিকল গ্রামে। গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর কথা ফেসবুকে তুলে ধরেছেন তিনি।

রোববার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে ভেরিফাইড পেজে গ্রামের বাড়ি ঘুরে আসার কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানী। ছবিতে তার সঙ্গে গ্রামের স্বজনদের দেখা গেছে।

তিনি ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “নিজের বাবার দেশ বলে কথা, বংশ বলে কথা, আত্মীয় বলে কথা। সবকিছু মিলিয়ে আমার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন ওমর সানি ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট কিরন খান, সেক্রেটারি এস কে সুমন সাংগঠনিক সম্পাদক জাহিদী ও হীরা।”

বংশের মানুষের কাছ থেকে চলে আসা অনেক কষ্টের: ওমর সানী

ওমর সানী আরও লিখেছেন, “বংশের মানুষের কাছ থেকে চলে আসাটা অনেক কষ্টের। বড় দাদার ও চাচার কবর জিয়ারত করলাম। অনেকেই আছেন, অনেকেই নেই, এইভাবেই জীবন। একদিন আমিও থাকব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *